ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

২৪ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮ এএম, ২৪ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২৪ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায় ২৪ ডিসেম্বরের ঘটনাবলি :
১৮১৪ - ব্রিটেন ও আমেরিকার মধ্যে বিরাজমান যুদ্ধের সমাপ্তি ঘটে।
১৯৫০ - লিবিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৭৯ - প্রথম ইউরোপীয় রকেট ‘আরিয়ান’ উৎক্ষেপণ।

আজ যাদের জন্মতারিখ :
১৮৮৬ - মাইকেল কার্টিজ, একাডেমি পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয়-মার্কিন চলচ্চিত্র পরিচালক।
১৯২৪ - মোহাম্মদ রফি, ভারতীয় সঙ্গীতশিল্পী।
১৯২৬ - মোহাম্মদ সুলতান, বাংলাদেশের একজন রাজনীতিবিদ।
১৯৭১ - রিকি মার্টিন, পুয়ের্তো রিকান গায়ক।
১৯৫২ - আলাউদ্দিন আলী, বাংলাদেশের প্রখ্যাত গীতিকার ও সঙ্গীত পরিচালক।

আজ যাদের মৃত্যু হয় :
১৯৪৩ - অজয় ভট্টাচার্য একজন বিখ্যাত বাঙালি গীতিকার।
১৯৮৫ - ফেরহাত আব্বাস, আলজেরীয় রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি।
১৯৯৯ - হুয়াঁউ বাতিস্তা দি ওলিভেইরা ফিগেইরেদু ব্রাজিলের একজন চার-তারকাবিশিষ্ট সামরিক জেনারেল ও সাবেক রাষ্ট্রপতি।
এসএ/