ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

সৃজিতের শ্বশুরবাড়ির আপ্যায়নে হতাশ তসলিমা নাসরিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬ এএম, ২৪ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১১:৪৮ এএম, ২৪ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বিয়ের পর প্রথমবারের মতো শ্বশুরবাড়ি এসেছিলেন সৃজিত।

সৃজিত শ্বশুরবাড়ির এলাহি ভুরিভোজের ছবি দিয়ে ফেসবুকে লিখেছিলেন, ‘শ্বশুরবাড়ির প্রথম অফিসিয়াল ভুরিভোজ, ঝিরিঝিরি আলু ভাজা, লইটা শুটকি, ডাল, পাবদা মাছ, মুরগির ঝোল আর বাধাকপি দিয়ে গরুর গোশত।’ যদিও গরুর গোশত খেয়ে কট্টরপন্থীদের রোষের মুখে পড়েছিলেন সৃজিত।


সৃজিতের দেয়া স্ট্যাটাস

সেই রেশ কাটতে না কাটতেই এবার শ্বশুরবাড়ির খাবারের মেনু নিয়ে হতাশা প্রকাশ করেছেন ভারতে বসবাসকারী বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

গত রোববার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘সৃজিতের শ্বশুরবাড়ি বাংলাদেশে, প্রথম জামাই খাওয়ানোটা আরো ভালো হতে পারতো। ছবি আর মেনু দেখে আমি তো হতাশ। বাংলাদেশের লোকেরা তো বাইশ পদ রান্না করে জানতাম। পম্ফ্রেট ভাজা কোথায়? সর্ষে ইলিশ কোথায়? চিংড়ির মালাইকারি কোথায়? খাসির মাংস কোথায়? কাচ্চি বিরিয়ানি কোথায়? ধ্যাৎ, কোনও মানে হয়?’

তসলিমা নাসরিনের দেয়া স্ট্যাটাস

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাটেই সৃজিত-মিথিলার বিয়ের অনুষ্ঠান হয়। তবে সেই অনুষ্ঠান ছিল সাদামাঠা। কোনও আড়ম্বর ছিল না। ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমেই বিয়েটা সারেন সৃজিত ও মিথিলা। তাঁদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কবি শ্রীজাত সহ সৃজিত মুখোপাধ্যায়ের আরও কিছু ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব। ছিলেন সৃজিত ও মিথিলার পরিবারের সদস্যরাও।