রাবিতে `রবীন্দ্র-নজরুল` জয়ন্তী উৎসব শনিবার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বাংলা সাহিত্যের দুই পুরোধা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে জয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ২৮ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে উৎসবটি।
উৎসবের আয়োজক রাবি'র শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি)। ঐদিন (শনিবার) সন্ধ্যা ৬ টায় আলোচনা সভার মাধ্যমে শুরু হবে অনুষ্ঠানটি। এতে প্রধান অতিথি থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
টিএসসিসি'র পরিচালক অধ্যাপক মো. হাসিবুল আলম প্রধানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। সম্মানিত অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।
ঐদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে সঙ্গীতানুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করবেন বরেণ্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা এবং নজরুল সঙ্গীত শিল্পী বিপুল কুমার।
কেআই/এসি