ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

পুতিনকে যে প্রশ্ন করে চাকরি হারালেন সাংবাদিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯ বুধবার | আপডেট: ০৩:৪০ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯ বুধবার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও অ্যালিসা ইয়ারাভস্কিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও অ্যালিসা ইয়ারাভস্কিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতি বছর বড় করে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তার বক্তব্য শোনার পর তাকে নানা বিষয়ে প্রশ্ন করার জন্যে সাংবাদিকদের ডাকা হয়।

সংবাদ সম্মেলন মানেই সেখানে সাংবাদিকরা প্রশ্ন করবেন এবং যারা সেটি আয়োজন করেছেন তারা উত্তর দেবেন সাধারণত সেরকমই হয়ে থাকে এই আয়োজন।

কিন্তু প্রশ্ন করার জন্য চাকরি হারিয়েছেন একজন টেলিভিশন সাংবাদিক।

প্রশ্নটি কী ছিল?

রাশিয়ার ইয়ামাল এলাকার রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিক অ্যালিসা ইয়ারাভস্কিয়া প্রেসিডেন্ট পুতিনের বাৎসরিক সংবাদ সম্মেলনে গিয়েছিলেন।

কোন সাংবাদিকেরা প্রশ্ন করতে পারবেন সেটি প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র ডিমিত্রি পেসকভ বাছাই করে থাকেন।

প্রায় তিন ঘণ্টা ধরে টানা চলছে বক্তৃতা এবং প্রশ্ন-উত্তর পর্ব। এরকম সময় এসে মাইক হাতে পেলেন অ্যালিসা ইয়ারাভস্কিয়া।

যদিও মাইক্রোফোনটি যাওয়ার কথা ছিল ডিমিত্রি পেসকভের বাছাই করা একই চ্যানেলের অন্য এক সাংবাদিকের কাছে।

হাতে মাইক পেয়ে অন্য আর সব সাংবাদিকের মতো প্রশ্ন শুরু করলেন মিজ ইয়ারাভস্কিয়া।

বৈশ্বিক উষ্ণতা ইয়ামাল এলাকার জন্য কতটা ভালো সৌভাগ্য বয়ে আনছে সে প্রসঙ্গ দিয়ে শুরু করেন তিনি।

এর ফলে আর্কটিক সাগরের বরফ গলে যাচ্ছে আর তাতে স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে। কিন্তু একটি সেতু নির্মাণে অনেক দেরি হচ্ছে বলে উল্লেখ করেন অ্যালিসা ইয়ারাভস্কিয়া।

তিনি বলেন, ‘শহরের গভর্নর এই ব্রিজকে বাস্তবে রূপান্তরিত করবে কোন চেষ্টার ত্রুটি করছেন না। কিন্তু আমরা শুনতে পাচ্ছি সরকারের কেন্দ্রীয় পর্যায়ে বিষয়টি কম গুরুত্ব পাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় পর্যায় থেকে বড়সড় উদ্যোগ নেয়া যায়?’

পুতিনের উত্তর ছিল শুধু একটি প্রকল্পকে গুরুত্ব দিয়ে বাছাই করা কেন্দ্রীয় সরকারের জন্য বেমানান হবে। এই ব্রিজটি আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় খুব গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে কাজ করবে সে প্রসঙ্গে তিনি ওয়াকিবহাল আছেন এর দিকে বাড়তি মনোযোগ দেয়া হবে।

সাংবাদিককে চাকরি হারাতে হল কী কারণে?

এখনো ঠিক পরিষ্কার না প্রশ্নটি তোলার পর কেন ওই সাংবাদিককে চাকরি হারাতে হল। তবে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, তার এই প্রশ্নে নাখোশ হয়েছেন ইয়ামাল অঞ্চলের কর্তৃপক্ষ।

আর তার টেলিভিশন চ্যানেল তার উপর ক্ষুব্ধ হয়েছে কারণ যে সাংবাদিককে প্রশ্ন করার জন্য বাছাই করা হয়েছিল তাকে তিনি মাইক্রোফোনটি না দিয়ে নিজেই প্রশ্ন করছেন।

আর তাছাড়া যে চ্যানেলে তিনি কাজ করেন সেটি স্থানীয় প্রশাসনের মালিকানাধীন।

অন্যদিকে আরেক রিপোর্টে বলা হচ্ছে সংবাদ সম্মেলনে তোলা পুতিনের একটি ছবি তিনি ফেসবুকে পোষ্ট করেছিলেন।

যাতে তিনি প্রেসিডেন্টকে কেমন দেখাচ্ছিল সে নিয়ে মন্তব্য করেছেন।

মিজ ইয়ারাভস্কিয়া লিখেছিলেন, ‘আমি কোন বোটক্সের চিহ্ন দেখছি না। তাকে (পুতিন) দেখে তার বয়সের মতোই মনে হচ্ছে।’

চেহারায় বয়সের ছাপ লুকানোর জন্য ‘বোটক্স’ খুব জনপ্রিয় একটি পদ্ধতি।

তবে ওই পোষ্টটি অবশ্য পরে ডিলিট করে ফেলা হয়েছে।

রাশিয়াতে সাংবাদিকেরা মত প্রকাশের স্বাধীনতা পান না বা অনেক সময় তারা ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকিতে থাকেন বলে অভিযোগ রয়েছে।

কিন্তু অ্যালিসা ইয়ারাভস্কিয়া ঠিক কারণে চাকরি হারালেন সেটি এখনো পরিষ্কার নয়।

তিনি নিজে অবশ্য বলেছেন, তাকে চাকরিচ্যুত করা হয়নি বরং তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।

সূত্র: বিবিসি