দুই হাজার লোকের চোখের ফ্রি চিকিৎসা করালেন লায়ন ফরিদ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯ বুধবার
বাগেরহাটের রামপালে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার সকালে রামপাল উপজেলার বড়দিয়া হাজী আরিফ (রঃ) মাদ্রাসা মাঠে এ চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন ঢাকা মেগা সিটি লায়ন ক্লাব ও লায়ন ফাউন্ডেশনের সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
এ সময় ইজারাদার মহসিন হোসেন, সরদার বাকি বিল্লাহ, মোখলেছুর রহমান, কাজী জাহিদুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিতে সকাল থেকেই মোংলা ও রামপাল উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই সহস্রাধিক নারী পুরুষ ও শিশু জড়ো হয়। মাদ্রাসা মাঠে নারী ও শিশুদের ৪টি এবং পুরুষদের ৪টি বুথে রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়। বিকলে পর্যন্ত প্রায় সহস্রাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদাণ করা হয়। এছাড়া পাঁচ শতাধিক রোগীকে নেত্রনালী ও ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। এদের ঢাকা লায়ন চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশনের ব্যবস্থা করা হবে।
কেআই/এসি