ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ৯ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ০৪:০৪ পিএম, ৯ মার্চ ২০১৬ বুধবার

dse and cseদেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। একইসঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫২টি, কমেছে ১১৩টির, আর ৫৩টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩১৩ কোটি ৮৩ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স প্রায় ৪ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৪৫৭ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৮২টির, আর ৩৭টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছে ১৭ পয়েন্ট। আর মোট লেনদেন হয়েছে ২০ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।