ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

বর্ষসেরা ওয়ানডে একাদশের তালিকায় সুযোগ পাচ্ছেন কারা? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

শেষ হতে চলেছে ২০১৯ সাল। ক্রিকেট দুনিয়ায় এই বছর বিশ্ব দেখেছে বিস্ময়কর এক ওয়ান ডে বিশ্বকাপ। একইসঙ্গে বছরজুড়ে আলোচনায় ছিল বহু ক্রিকেটারের দুর্দান্ত পারফরম্যান্স। 

পারফরম্যান্স বিচার করে সেরা ওয়ান ডে একাদশের তালিকায় কারা জায়গা পেতে পারেন? এ নিয়ে বিশ্লেষণ করেছে ভারতের শক্তিশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। দেখে নিন তাদের বিশ্লেষণের সেই তালিকায় থাকা তারকাদের নাম- 

রোহিত শর্মা: ওয়ানডে ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে মোট রানে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকেও পিছনে ফেলে দিয়েছেন ‘হিটম্যান’। সারা বছর ধরে দাপটের সঙ্গে ব্যাট করেছেন। বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। 

চলতি বছরে ২৮টি ম্যাচে সাতটি শতরানের ইনিংস মিলে মোট ১৪৯০ রান করেন রোহিত। গড় ৫৭.৩০ এবং স্ট্রাইক রেট ৮৯.৯২। ২০১৯-এর সেরা একাদশে তাই শীর্ষে জায়গা করে নিয়েছেন ভারতীয় এ ওপেনার।

শাই হোপ: দল তেমন একটা ভাল করতে না পারলেও, সেরা একাদশে জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ২৪ বছরের উইকেটরক্ষক-ব্যাটসম্যান শাই হোপ। রোহিতের মতো হোপও ২৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। শার্মার চেয়ে গড়ে (৬১.১৩) এগিয়ে থাকলেও মোট রানে তার থেকে একটু পিছিয়ে থাকায় দুইয়ে জায়গা পাচ্ছেন তিনি। হোপের মোট রান ১৩৪৫। যেখানে স্ট্রাইক রেট ৭৭.৯১। 

বিরাট কোহলি: ২০১৭ অক্টোবর থেকে বিশ্বের সেরা ওয়ানডে ব্যাটসম্যানের জায়গা ধরে রেখেছিন তিনি। চলতি বছর ওয়ানডে ক্রিকেটে মোট ২৬টি ম্যাচ খেলেছেন। মোট রান ১৩৭৭। গড় ৫৯.৮৬ আর স্ট্রাইক রেট ৯৬.৩৬। তাই ২০১৯ সালের সেরা একাদশ বিরাটকে ছাড়া ভাবাই যায় না।

বাবর আজম: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সহঅধিনায়ক তিনি। এই বছরে মোট ২০টি ওয়ানডে ম্যাচে বাবরের রান ১০৯২। গড় ৬০.৬৬ এবং স্ট্রাইক রেট ৯২.৩০। যার  জায়গা হতে পারে চারে।

সাকিব আল হাসান: ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও বোর্ডের কাছে গোপন করায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দু’বছরের জন্য নিষেধাজ্ঞা পাওয়া সাকিব এ বছর ১১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। যেখানে তার ব্যাট থেকে এসেছে ৭৪৮ রান। উইকেট নিয়েছেন ১৩টি। বিশ্বকাপে প্রায় একার হাতে টেনেছেন বাংলাদেশ দলকে। ফলে, তার জায়গা পাঁচে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

বেন স্টোকস: ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। ২০১৯ সালে দেশের হয়ে মোট ২০টি ম্যাচ খেলেছেন তিনি। রান করেছেন ৭১৯। তার গড় ৫৯.৯২। সঙ্গে নিয়েছেন ১২টি উইকেট। বর্ষসেরা একাদশে তাই দুর্দান্ত এই অলরাউন্ডারের জায়গা পাকা।

জস বাটলার: ইংল্যান্ডের জাতীয় দলের সহঅধিনায়ক তিনি। একজন ব্যাটসম্যান এবং উইকেটরক্ষক। ২০১৯ সালে মোট ২০টি ওয়ানডে ম্যাচে তার রান ৬৬৭। গড় ৪৭.৬৪, স্ট্রাইক রেট ভয়ঙ্কর, ১৩৫.৫৬। হার্ট হিটার ব্যাটসম্যান এবং অসাধারণ ফিল্ডার বাটলার থাকছেন সাত নম্বরে।

প্যাট কামিন্স: এই মুহূর্তে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে সবার শীর্ষে কামিন্স। ওয়ানডেতে পাঁচ নম্বরে রয়েছেন এই অজি পেসার। ২০১৯ সালে কামিন্স অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নেন। ১৬টি ম্যাচে ৩১টি উইকেট নেন তিনি। পারফরম্যান্সের জন্য আইপিএল নিলামে কামিন্সের দাম ওঠে সাড়ে ১৫ কোটি টাকা। আমাদের দলের পেস ব্যাটারির অন্যতম অস্ত্র তিনি।

রশিদ খান: আফগান তুর্কি রশিদ খান এখনও পর্যন্ত মোট ৭০টি ওয়ানডে ম্যাচ খেলে ১৩৩টি উইকেট নিয়েছেন। লোয়ার অর্ডারে ব্যাটের হাতটাও মন্দ নয়। বর্ষসেরা একাদশে জায়গা পেতে পারেন এই আফগান স্পিনার।

ট্রেন্ট বোল্ট: চলতি বছরে মোট ২০টি ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের এই পেসার। ২০টি ম্যাচে উইকেট নিয়েছেন ৩৮টি। তার গড় ২৩.৯৭। বাঁহাতি এই কিউই পেসারকেও দলে রাখলাম আমরা।

যশপ্রীত বুমরা: নতুন বছরেই দেশের জার্সিতে মাঠ কাঁপাতে প্রত্যাবর্তন হতে চলেছে বুমরার। আইসিসি তালিকায় সেরা এই ভারতীয় বোলার চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন বেশ কয়েক দিন। এখনও পর্যন্ত মোট ৫৮টি ওয়ানডে ম্যাচ খেলে ১০৩টি উইকেট নিয়েছেন তিনি। আইসিসি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলারকে কী বর্ষসেরা একাদশ থেকে বাদ দেওয়া যায়!

এআই/