ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

পরকিয়ায় বাধা দেয়ায় গৃহবধূকে কামড়ে জখম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহবধূ লাবনী আক্তার (১৮)

হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহবধূ লাবনী আক্তার (১৮)

পরকিয়ায় বাধা দেয়ায় পটুয়াখালীর বাউফলে লাবনী আক্তার (১৮) নামে এক গৃহবধূকে কামড়ে জখম করা হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে সদর ইউপির বিলবিলাস গ্রামে ওই গৃহবধূর স্বামী হাচান সর্দার এ ঘটনা ঘটায়।

আহত লাবনী আক্তার জানায়, বছর খানেক আগে বিলবিলাস গ্রামের শাহ আলম সর্দারের ছেলে চাচাতো ভাই একই বাড়ির হাচান সর্দারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। বিয়ের কিছু দিন যেতে না যেতেই পরকিয়ায় আশক্ত হয়ে বিভিন্নভাবে তার ওপর নির্যাতন চালায় স্বামী হাচান। 

সম্প্রতি তার কাছ থেকে তালাক নিতে চাপ দেয় স্বামী হাচান। এতে অস্বীকৃতি জানালে শুক্রবার দুপুরের দিকে মারধর করা হয় তাকে। বুকে-পিঠে কামড়িয়ে রক্তাক্ত জখম করা হয়। চিৎকার শুনে তার (লাবনীর) মা ও ছোট বোন এগিয়ে এলে পিটিয়ে আহত করা হয় তাদেরকেও। পরে স্থানীয়রা উদ্ধার করে বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তাকে।

বাউফল থানার ওসি খন্দকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে হাচানকে।

এনএস/