দিরাইয়ে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৫১৬ জন অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার সরকারের দেয়া বরাদ্দকৃত এই শীতবস্ত্র শীতার্ত মানুষজনের হাতে তুলে দেন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মহানন্দ দাস, অবনী দাস, ইউপি সদস্য চন্দন তালুকদার, প্রদীপ ভৌমিক, তপন ভৌমিক, রুপক চৌধুরী, আরজ আলী, মো. ইউনুছ মিয়া, সত্যবান বৈষ্ণব, মহিলা সদস্য মমতাজ বেগম, নাসিমা আক্তার ও ইউপি সচিব অসিত বরণ দাস প্রমুখ।
ইউপি চেয়ারম্যান রতন কুমার তালুকদার বলেন, সরকার গ্রামকে শহরে রুপান্তরিত করার লক্ষ্যে বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়েছে। গ্রামের কোনো মানুষ আজ অনাহারে নেই।
প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অসহায়, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের স্কুলগামী করতে সরকার বিনামূল্যে শিক্ষা উপকরণসহ উপবৃত্তি প্রদানেরও ব্যবস্থা করেছে।
এসময় শীতের প্রকোপে শীতার্ত মানুষজনের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এআই/এসি