ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

গুরুদয়াল কলেজ বাঁধনের নতুন সভাপতি হাসনাত, সম্পাদক রাহুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার | আপডেট: ০৬:১৬ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজ (জিডিজিসি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’এর ২০২০ সালের নতুন কার্যকরি কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০১৬-১৭ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবুল হাসনাত। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই সেশনের গনিত বিভাগের ছাত্র রাহুল আমিন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় জিডিজিসি ইউনিট অফিসে আয়াজিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির নাম ঘোষণা করেন পূর্বের কমিটির সাধারণ সম্পাদক পরশ দেবনাথ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইখতেয়ার খান মিলন ও নুসরাত নাঈমা, সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা সায়েম, সাংগঠনিক সম্পাদক অনিক হাসান হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক মীর আবু আব্বাস সৌরভ, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মরিয়ম সুলতানা শ্রুতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমান্না তৃষা, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান।

এছাড়াও নির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন আকরাম ইশা, তানিয়া আক্তার, আবদুল্লাহ আল জিয়াদ, শামছুর রহমান ও প্রীতি।

অনুমোদিত কমিটিতে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে মনোনীত হয়েছেন মো. সজিব মিয়া। অনুষ্ঠানে বাঁধন গুরুদয়াল সরকারি কলেজ ইউনিটের সাবেক সভাপতি সজিব মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মানিক চাঁন এবং আনন্দ ভুঁইয়া।
 
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্য রক্তদান অব্যহত রাখতে ও অসহায় রোগীদের জীবন বাঁচাতে রক্ত যুদ্ধাদের সদা প্রস্তুত থাকার আহ্বান জানান। পাশাপাশি সকলকে রক্তদানে আগ্রহী করার জন্য ক্যাম্পাসে ক্যাম্পেইন করার আশ্বাস দেন।

উল্লেখ্য, রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে ২৪ অক্টোবর ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করে বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন)। এরই ধারাবাহিকতায় ১২ নভেম্বর ২০১৫ সালে দেশের ৪৪ তম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ এ বাঁধনের যাত্রা শুরু হয়। দেশের প্রত্যেকটি মানুষ তাদের নিজ নিজ রক্তের গ্রুপ জানবে, স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানে এগিয়ে আসবে এটিই সংগঠনের উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় ২৯ নভেম্বর ২০১৭ সালে বাঁধন কেন্দ্রীয় পরিষদ কর্তৃক গুরুদয়াল সরকারি কলেজ পরিবারকে ১১৩ তম ইউনিট হিসেবে উন্নীত করা হয়।