শিক্ষা আইন বাস্তবায়ন হলে কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে আসবে: নওফেল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার
সাংবাদিকদের সামনে শিক্ষা উপমন্ত্রী নওফেল
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, 'শিক্ষা আইন বাস্তবায়ন হলে আমরা মনে করি যে, কোচিং বাণিজ্য আরও বেশি নিয়ন্ত্রণে আসবে।'
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী (৫০ বছর পূর্তি) ও পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নওফেল বলেন, কিছুদিনের মধ্যে মন্ত্রীপরিষদে উত্থাপন করে শিক্ষা আইন যদি পাশ করে ফেলা যায়, তখন কোচিং বাণিজ্য আরও বেশি নিয়ন্ত্রণে চলে আসবে। পৃথিবীর সব দেশেই কোচিং আছে, তবে সেটা যাতে করে শোষণমূলক না হয়, সেটাই আমাদের লক্ষ্য।
শিক্ষা উপমন্ত্রী বলেন, শিক্ষকরা ক্লাস না করিয়ে যদি কোচিং করাতে বাধ্য করে কাউকে, তাহলে সেটাকে অপরাধ বলে গণ্য করা হবে।
গাজীপুর-৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উদ্দীন মিয়া, উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এনএস/