ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

মাতামাতি বন্ধ করো

শাহাজাদা বসুনিয়া

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯ রবিবার

তুমি বল-সে কবি নয়, আমি বলি কবি

তাহলে কাকে বলি অকবি?

তার কবিতা ভালো লেগেছে আমার

তার কবিতা ভালো লেগেছে তোমার

কবি-অকবি বলা নিজস্ব ব্যাপার

কবিতার সংজ্ঞা কী ?

ছন্দ্রাকারে লেখা-তাহলে তারা ক্ল্যাসিকাল কবি

কেন এলো রোমান্টিক ম্যুভমেন্ট ?

সে কেন রোমান্টিক কবি ?

সে কেন আধুনিক কবি ?

সে কেন মরমী কবি ?

অকপট সত্য যে, পক্ষে-বিপক্ষে থাকাটাই আমাদের স্বভাব

আলোচনা-সমালোচনা করা

আমাদের স্বভাব-নাহলে সময় কাটবে কি করে !

মন বড় সত্য-অনস্বীকার্য অনুভূতি

স্বর্গীয় উন্মাদনা, নিজের নয়

আসে স্বর্গ থেকে, সেই অনুভূতির

বহি:প্রকাশই হলো কবিতার ব্যঞ্জনা

ছন্দ-শব্দ-বাক্যের মোহময়ী যাদুকরী

খেলায় একজন হয় মহাকবি।

বাকীরা থাকুক না কবিব দলে

সত্য-সত্যই যদি অকবি হয়

সে থাকবে অকবি হয়ে চিরকাল

কবি নিয়ে মাতামাতি অহেতুক কাজ

যারা কবি তারা করুক সৃষ্টি

মনের মাধুরী মিশিয়ে কথা-অনুভূতি

সূর, সূর-সুধা-উন্মাদনা

কবিতার সংজ্ঞা নিরূপণ করা অতি জরুরী

কবি হিসেবে সনদ পাবো কোথায় ?

স্বর্গীয় উন্মাদনাকে স্বাগত

জানাই, যেভাবে অনুভূতি উন্মোচিত হবে

লেখনীতে-সেটাই হবে কবিতা আমার ।

সবার কবিতাকে স্বাগত, সবাই

কবি, কেউ কেউ কবি নন-নিরেট সত্য

তুমি-আমি-আমরা যেন

কবির সংজ্ঞায় চিরজীবী হই-

কুতর্ক পরিহার করি,সবাই কবিতা

লেখি, কবিতার উজ্জ্বল ভবিষ্যৎ

রচনা করি। কবিতার জয় হোক মতান্তরে।