ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

ফজিলাতুন্নেসা বাপ্পি লাইফ সাপোর্টে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯ রবিবার

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পির অবস্থা সঙ্কটাপন্ন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাপ্পির স্বামী শেখ রফিক এতথ্য নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ফজিলাতুন্নেসা বাপ্পি নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বিএসএমএমইউ'তে ভর্তি হয়েছিলেন। হাসপাতালের ৩১২ নম্বর ক্যাবিনে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে আজ রোববার (২৯ ডিসেম্বর) সকালে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে গতকাল শনিবার হাসপাতালে ভর্তি হন ফজিলাতুন্নেসা বাপ্পি। আজ রোববার সকালে তার অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয় এই আইনজীবীকে।

এএইচ/