ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ভিপি নুর ও তার নেতাকর্মীরাই ফুটেজ গায়েব করেছে: সাদ্দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১১ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯ রবিবার | আপডেট: ০৬:২৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯ রবিবার

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেছেন, ভিপি নুর ও তার সংগঠনের নেতাকর্মীরাই গত ২২ ডিসেম্বর ঘটে যাওয়া ঘটনার সিসিটিভির ফুটেজ গায়েব করেছে।   

রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ডাকসু ভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।

সাদ্দাম হোসেন অভিযোগ করে বলেন, ভিপি নুরুল হকের নেতাকর্মীরা সেদিন আগেই মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। সে ঘটনাকে লুকাতেই তারা এই সিসিটিভি ফুটেজ গায়েব করে।   

ডাকসুর এই এজিএস তার লিখিত বক্তব্যে আরও বলেন, ‘ওই দিন (২২ ডিসেম্বর) যে হামলার ঘটনাটি ঘটেছে সেটি গত ১৭ ডিসেম্বর ভিপি নুর ও তার নেতাকর্মীরা মুক্তিযুদ্ধ মঞ্চ (বুলবুল-মামুন অংশ) নামক সংগঠনের ওপর হামলার কারণে। তাদের মধ্যে কিছুদিন ধরে বিবাদ চলছিল। পাল্টাপাল্টি বক্তব্য, কর্মসূচি ও সংঘর্ষের মধ্য দিয়ে সংগঠন দুটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির কাজে লিপ্ত।’

এ সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে মামলা প্রত্যাহারসহ তারা কিছু দাবি তুলে ধরেন:

১.ডাকসু নেতৃবৃন্দ, সিনেট সদস্য, হল সংসদের নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলার অভিযোগ প্রত্যাহার করতে হবে।

২. ডাকসু ভবনের ভেতরে অবস্থান নেওয়া নুরের সহযোগী বহিরাগতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩.ডাকসু ভবন ভাঙচুরের সঙ্গে জড়িত উভয়পক্ষের সদস্যদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. ডাকসু ভবনের সিসিটিভি ফুটেজ উদ্ধার করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

৫. দুর্নীতির দায়ে অভিযুক্ত ডাকসু ভিপি কে পদত্যাগ করতে হবে। নুরের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করতে হবে। 

৬. সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় নুরকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে, অন্যথায় তার বিরুদ্ধে প্রশাসনিক ও আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের দাবি করেন তারা।

এসি