ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫,   মাঘ ১০ ১৪৩১

ওমর ফারুক তালুকদারকে পাঁচ বছরের কারাদন্ড

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২২ জানুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ০৩:২৫ পিএম, ২২ জানুয়ারি ২০১৭ রবিবার

সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারি একান্ত সচিব ওমর ফারুক তালুকদারকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। ৪ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আতাউর রহমান এ রায়  দেন। একই সঙ্গে তাকে ১ কোটি ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপন মামলায় ঢাকা মহনগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন ওমর ফারুক। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।