ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় পরিবহন কাউন্টারে হামলা, আটক ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯ রবিবার

আশুলিয়ায় চাঁদা না দেয়ায় এক পরিবহন ব্যবসায়ীর কাউন্টারে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে রিয়াদ মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

রোববার সকালে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ। 

এর আগে গত শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকার শাহজালাল এক্সপ্রেস কাউন্টারে এ হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ওই কাউন্টারের ম্যানেজার রনি মিয়া বাদী হয়ে রাতে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আটক রিয়াদ মোল্লা (৪৫) বাগেরহাট জেলার চিতলমারী থানার বড়বাড়িয়া গ্রামের ওলিয়ার মোল্লার ছেলে। সে আশুলিয়ার বাইপাইল এলাকায় থেকে বিভিন্ন পরিবহন ও কাঁচামালের আড়ত থেকে জোরপূর্বক চাঁদা আদায় করতো বলে জানা গেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় আজিজ সিএনজির মালীকানাধীন একটি দোকান ভাড়া নিয়ে রাজু দীর্ঘদিন যাবৎ কাউন্টার পরিচালনা করে আসছেন। তবে বেশ কিছু দিন যাবৎ রিয়াদ মোল্লা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে কাউন্টারে চাঁদা দাবী করে আসছিল। তবে চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় কাউন্টার ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকিও দিয়ে যায়।

পরে শুক্রবার সকালে রিয়াদ মোল্লা তার সন্ত্রাসীবাহিনী নিয়ে আবারো কাউন্টারে আসে। এক পর্যায়ে কাউন্টারের মালিক রাজুকে সড়কের উপর ফেলে মারধর শুরু করে। এছাড়াও কাউন্টারে ভাঙচুর চালিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে যায়।

এদিকে রিয়াদ মোল্লা নামে ওই ব্যক্তি বাইপাইল এলাকায় বিভিন্ন পরিবহন থেকে জোরপূর্বক মোটা অঙ্কের চাঁদা আদায় করতো বলে অভিযোগ স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিকদের। এমনকি জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানা কমিটির সভাপতি পরিচয় দিয়ে সে বাইপাইল এলাকায় চাঁদাবাজিসহ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলেও অভিযোগ তাদের।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে এর আগে বাইপাইলে পরিবহনের চাঁদার টাকা ভাগ-ভাটোয়ারা নিয়ে রিয়াজ নামের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় রিয়াজের পক্ষে রিয়াদ মোল্লা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

কেআই/এসি