ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

একাদশ সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮ এএম, ৩০ ডিসেম্বর ২০১৯ সোমবার | আপডেট: ১১:২০ এএম, ৩০ ডিসেম্বর ২০১৯ সোমবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি আজ। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে বাংলাদেশের বড় দু’টি দল আওয়ামী লীগ ও বিএনপিসহ নিবন্ধিত ৩৯টি দল অংশগ্রহণ করে। 

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ জয় পায়। এ নির্বাচনকে গণতন্ত্রের বিজয় হিসেবে উদযাপন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়।

সারা দেশে বিজয় মিছিল, শোভাযাত্রা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার বেলা তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এছাড়া, দেশের সব জেলা/মহানগর, উপজেলা/থানাসহ সংগঠনের সব শাখার উদ্যোগে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন উপলক্ষে বিজয় মিছিল, র‌্যালি, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

তবে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নজিরবিহীন ভোট ডাকাতির মধ্য দিয়ে গঠিত সংসদ ও সরকার এক বছর পার করেছে বলে সমালোচনা করছে গণতান্ত্রিক বাম জোটের নেতারা। গতকাল রোববার পুরানা পল্টনে জোটের কার্যালয়ে কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতারা এ কথা বলেন। আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জোটের সমাবেশ রয়েছে।

এছাড়া, দেশের মানুষের ভোটাধিকার লুট করা হয়েছে দাবি করে দিবসটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টন দলের কার্যালয়ের সামনে বেলা দুইটায় সমাবেশ করবে বিএনপি।

একে//