ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নরেন্দ্র মোদির দিল্লির বাড়িতে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৯ সোমবার | আপডেট: ১০:২৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৯ সোমবার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির লোককল্যাণ মার্গের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে নিরাপত্তারক্ষীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন বলে জানা গেছে। খবর এনডিটিভির

সোমবার সন্ধ্যে ৭.৩০ দিকে আগুন লাগে। শর্ট সার্কিটের কারণেই এই আগুন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে ট্যুইট করে জানানো হয়, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলটি প্রধানমন্ত্রীর আবাসন বা দফতর নয়, সেটি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি আধিকারিকদের রিসেপশন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। 

তারা ট্যুইটে আরও জানিয়েছে, ‘আগুন এখন খুবই নিয়ন্ত্রণে’।

ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় দমকলের ৯টি ইঞ্জিন, তবে ততক্ষণে আগুন নিভে যাওয়ায় তাদের ঢুকতে দেওয়া হয়নি। সতর্কতামূলক পর্যবেক্ষণ করা হচ্ছে এলাকায়।

এসি