আইআইইউসির ঘটনাবহুল ২০১৯ সাল
আইআইইউসি সংবাদদাতা
প্রকাশিত : ০৩:২৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৩:৪৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
সম্প্রতি অস্থিতিশীল, দ্বন্দ্ব, ক্যাম্পাস বন্ধ, আন্দোলন, সংঘর্ষ ও রাজনীতি নিয়ে নিয়মিত আলোচনায় থাকছে বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। সেদিক থেকে একটু হলেও পরিত্রাণ পেয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)।
উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি। এছাড়া চলতি বছরে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের ২ কোটি ৯৬ লাখ ৮০০ টাকার আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছিল শাটল ট্রেন।
সবমিলে বছরজুড়ে এ ক্যাম্পাস ছিল নানা ঘটনাবহুল।
ছাত্ররাজনীতি
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৪ বছর অতিবাহিত হলেও এর আগে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চোখে পড়তো না। তবে এই বছরটা ছিল ভিন্ন, ছাত্রসংগঠন ছাত্রলীগকে বেশ তৎপর হতে দেখা যায়। যদিও কেন্দ্রঘোষিত কোনও কমিটি নেই বিশ্ববিদ্যালয়ে। তারপরও বিভিন্ন দিবস পালনসহ ছাত্রদের অধিকার আদায়ে তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
তবে সম্প্রতি ‘মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ও তার সহযোগীদের উপর হামলার পরে সংগঠনটির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ওই সংগঠনটির সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসিতে) গত মাসের ২৫ তারিখে কমিটি ঘোষণা করা হয়।
বহিরাগতদের হামলার শিকার
সম্প্রতি মারধরের শিকার হয় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর বাইপাস এলাকায় আইআইইউসির শিক্ষার্থীরা মারধরের শিকার হন। গত ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের মাইলের মাথাগামী একটি বাসে এ হামলার ঘটনা ঘটে।
শিক্ষকদের উপর হামলা
বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রদের দ্বারা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষকদের রুম ভাংচুর, শিক্ষকদের মৌখিকভাবে হুমকি প্রদান ও লাঞ্ছিত করা এবং অশালীন ভাষায় গালিগালাজসহ ওই বিভাগের বিভিন্ন কক্ষ ও শিক্ষকদের রুম ভাংচুর করা হয়। এ ঘটনার প্রতিবাদে সব ধরনের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
শাটল ট্রেন
চলতি বছরে আইআইইউসির ত্রয়োদশ আন্তর্জাতিক সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের উপস্থিতে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাটল ট্রেন চালুর দাবি জানান। তিনি শাটল ট্রেন চালুর আশ্বাস দেন। পরে ঢাকায় রেলমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও উপাচার্য কে এম গোলাম মহিউদ্দীন। ট্রেন চালুর বিষয় নিয়ে ছাত্রদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
শিক্ষা
চলতি বছরের ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়টি ত্রয়োদশ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলনে বাংলাদেশ, ইংল্যান্ড, মালয়েশিয়া, দুবাই ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের গবেষক, প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এর মধ্যে পাঁচজন কি-নোট স্পিকার ছিলেন। সম্মেলনে প্রাপ্ত প্রবন্ধের সংখ্যা ছিল ১১০টি। এরমধ্যে ৬০টি প্রবন্ধ সম্মেলনে উপস্থাপিত হয়।
পিএইচডি ডিগ্রি অর্জন
চলতি বছরে এই বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষক পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ নিয়ে সর্বমোট এই বিশ্ববিদ্যালয়ে ১০১ জন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক রয়েছেন।
সফলতা
এ বছর ম্যাথ অলম্পিয়াডে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সাদ মাহমুদ চট্টগ্রাম অঞ্চলে ১১তম হয়। বুয়েটের আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় আইআইইউসি ৪৫তম স্থান অর্জন করে। চলতি বছরে মুক্তিযোদ্ধাদের ১৩০ জন সন্তানদের বিনামূল্যে অধ্যয়নের সুযোগ দেয়া হয়। এছাড়াও, এ বছরেই গরিব ও মেধাবী শিক্ষার্থীদের ২ কোটি ৯৬ লাখ ৮০০ টাকার আর্থিক সহযোগিতা দেয়া হয় বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
এআই/