নতুন বছরের প্রথম দিনে আজ বই উৎসব
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২০ এএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার
আজ ১ জানুয়ারি। প্রতি বছরের মতো এবারও ‘বই বিতরণ উৎসব ২০২০’ উদযাপন করা হবে। প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যপুস্তক তুলে দেওয়ার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ উৎসবের উদ্বোধন করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি।
উৎসবে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন।
এদিকে সকাল ১০টায় সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এসএ/