ভারতের নতুন সেনাপ্রধান এম এম নারাভানে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫০ এএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার
ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল মনোজ মুকুন্দ (এমএম) নারাভানে। বিদায়ি সেনাপ্রধান বিপিন রাওয়াতের স্থলাভিষিক্ত হলেন তিনি। বিপিন রাওয়াত এর আগের দিনই দেশটির প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে নিয়োগ পান।
সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পরই পাকিস্তানকে ইঙ্গিত করে জেনারেল নারাভানে বলেছেন, সন্ত্রাসের আঁতুড়ঘরে হামলার অধিকার দিল্লির আছে। খবর এনডিটিভির
গতকাল সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বার্তা সংস্থা পিটিআইকে সাক্ষাত্কার দিয়েছেন এম এম নারাভানে। সেই সাক্ষাত্কারে প্রতিবেশী দেশকে ফের একবার বিশ্ব সন্ত্রাসের মদতদাতা হিসেবে ঘুরিয়ে কটাক্ষ করেন জেনারেল এম এম নারাভানে।
তিনি বলেন, ‘জঙ্গি দমনের কৌশল আমাদের জানা। কিন্তু রাষ্ট্র কিংবা পাকিস্তানের মদতে চলা সন্ত্রাসবাদ দমনের জবাব দিতেও আমরা সমানভাবে প্রস্তুত। আমার সবার প্রথম কাজ হবে বাহিনীকে এমনভাবে প্রস্তুত করা, যাতে যে কোনো শত্রুকে তারা সহজেই দমন করতে পারে।’
দেশের বর্তমান সেনাপ্রধান গত সেপ্টেম্বরে বাহিনীর উপপ্রধান পদে যোগ দিয়েছিলেন। সেই সময় তিনি বর্তমান সিডিএস বিপিন রাওয়াতের ডেপুটি ছিলেন। এর আগে ইস্টার্ন কমান্ডের প্রধান পদ সামলেছেন তিনি, যে কমান্ডকে প্রায় ৪ হাজার কিলোমিটার দীর্ঘ ইন্দো-চীন সীমান্ত পাহারা দিতে হয়।