ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত, সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০ এএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার

দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে প্রচণ্ড কুয়াশা। ফলে দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে অনেক জেলাতেই। রাতে প্রচণ্ড শৈত্যপ্রবাহে জনজীবন অচল হয়ে পড়েছে।

আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৯ দশমিক ৮।

চুয়াডাঙ্গায় বইছে হিমেল হাওয়া ও কুয়াশা। তীব্র ঠাণ্ডায় কৃষক জমিতে কাজ করতে পারছে না। রোদ না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সরিষা ও বোরো ধানের চারা। প্রচণ্ড শীতে হাসপাতালগুলোতে বেড়েছে কোল্ড ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া রোগীদের সংখ্যা। শীতবস্ত্রের মূল্য বৃদ্ধি পাওয়ায় ছিন্নমূল মানুষেরা গরম কাপড়ের অভাবে পরেছে দুর্ভোগে।

শীতে গাইবান্ধায় ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ উপজেলার নদী তীরবর্তী মানুষের দুর্ভোগ বেড়েছে বেশি। শীতার্ত মানুষ কম্বল না পাওয়ার অভিযোগ করেছেন।

মেহেরপুরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও শীত কমেনি। তীব্র শীতে বেশি বিপাকে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।

রংপুর অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সেই সঙ্গে প্রচণ্ড কুয়াশা। ফলে দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে।

একে//