বিশ্বে প্রবৃদ্ধি অর্জন কমলেও বাংলাদেশে বাড়ছে: প্রধানমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার | আপডেট: ১২:৪৮ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার
বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, আমরা নিজেরা ব্যবসা করি না কিন্তু আমরা ব্যবসাবান্ধব সরকার।
প্রধানমন্ত্রী বলেন, যখন আমরা দ্বিতীয়বার সরকার গঠন করি, তখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ছিল। কিন্তু বাংলাদেশ সেই মন্দা কাটিয়ে উঠে আমরা আজকে এগিয়ে যাচ্ছি। আমাদের রফতানিও আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি। প্রবৃদ্ধি অর্জনে আজ আমরা ৮ দশমিক ১৫ ভাগ অর্জন করতে সক্ষম হয়েছি। সারা বিশ্বে প্রবৃদ্ধি অর্জন কমে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি অর্জন বৃদ্ধি করে চলছে। আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে।
বুধবার বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় রফতানি বাড়াতে লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যকে ২০২০ সালের জাতীয় পণ্য ঘোষণা করেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, রফতানিযোগ্য পণ্য উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার। আগামী দিনে আইসিটি সেক্টর দেশের অন্যতম বড় রফতানি খাত হবে বলেও উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, একটি দেশকে যদি উন্নত করতে হয়, তবে ব্যবসা বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য উৎপাদনশীলতা বাড়ানো, মানুষকে কর্মক্ষম করা, তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে শিক্ষিত করে গড়ে তোলা এবং যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদনসহ অন্যান্য অবকাঠামোগত সুবিধা সৃষ্টি করা একান্তভাবে গুরুত্বপূর্ণ। আর এজন্য আমরা বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছি।
সরকারপ্রধান বলেন, আমাদের সব উন্নয়নের যে লক্ষটা, সেটা হচ্ছে- একেবারে তৃণমূল মানুষের আর্থসামাজিক উন্নতি করা। পাশাপাশি আরেকটা বিষয় আমরা লক্ষ রাখি যে আমাদের যত উৎপাদন, ব্যবসা-বাণিজ্য যাই আমরা করি, আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে রফতানি আমরা করব। কিন্তু সেই রফতানিটা আমরা আরও অধিক জায়গায় করতে চাই। সব থেকে আমরা অগ্রাধিকার দিতে চাই, আমাদের প্রতিবেশি দেশগুলোর সঙ্গে। আর সেই প্রতিবেশি দেশের সঙ্গে আমরা যোগোযোগ ব্যবস্থার উন্নয়ন করা এবং সেখানে তাদের সঙ্গে সমঝোতা স্মারক করেছি। ব্যবসা-বাণিজ্যটাকে সহজ করে দিয়েছি এবং দেশে যাতে বিনিয়োগ আসে সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি আমরা দিয়েছি।
বঙ্গবন্ধকন্যা বলেন, আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক আপডেট-২০১৯ এর রিপোর্ট অনুসারে, অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। মাত্র ১০ বছরে আমরা এ অর্জন করতে সক্ষম হয়েছি। ওয়ার্ল্ড ব্যাংকের ২০২০ প্রতিবেদন অনুযায়ী, ইজ অব ডুয়িং বিজনেস গ্লোবাল র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯০টি দেশের মধ্যে গত বছর থেকে ৮ ধাপ উপরে উঠে ১৬৮তম অবস্থানে এসেছে। কাজেই ২০২০ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শেখ হাসিনা আরও বলেন, আমরা নিজেরা বিজনেস করি না কিন্তু আমরা ব্যবসাবান্ধব সরকার। ব্যবসা করার জন্য আমরা সুযোগ সৃষ্টি করে দিই। আর বিনিয়োগকারীদের সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান গত বছরে যেখানে ৮৯তম ছিল, এখন আমরা ৭২তম অবস্থানে চলে এসেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরও উন্নতি করতে পারবো। আমরা এ পর্যন্ত ব্যবসাটা সহজ যাতে হয়, তার জন্য একটা টার্স্কফোর্সও তৈরি করে দিয়েছি যে কীভাবে এ বিনিয়োগ ও বাণিজ্য আরও সহজ করা যেতে পারে।
এ সময় তিনি আরও বলেন, ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। ইনশাল্লাহ বাংলাদেশ আগামী দিনে উন্নত দেশ হিসেবে এই দক্ষিণ এশিয়ায় আমরা প্রতিষ্ঠ পাবো। সেই লক্ষ নিয়েই আমরা সব পরিকল্পনা নিচ্ছি।
একে//