ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

বেরোবিতে ২য় উদ্বোধনী সমাবর্তন অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণের জন্য বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২য় উদ্বোধনী-সমাবর্তন। 

বুধবার বেলা ১১টায় জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ।

এরপর নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।  শপথ বাক্য পাঠ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহীয়সী বেগম রোকেয়ার অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। 

পরে উপাচের্যের নেতৃত্বে আমন্ত্রিত অতিথি, সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিশেষ সজ্জায় নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্বোধনী পদযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে  বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

এছাড়া আলোচনা সভায় অধ্যাপক ড. আরএম হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.নাজমুল আহসান কলিমউল্লাহ। 

অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন আতিউর রহমান, রেজিস্টার আবু হেনা মুস্তাফা কামাল। এরপরে নবীন শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগে উদ্বোধনী ক্লাশ হয়।

দিন শেষে বিশ্ববিদ্যালয়ের ১নং খেলার মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধনী সমাবর্তনের কার্যেক্রম সমাপ্ত হয়।

আরকে//