ঢাকা, বৃহস্পতিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১০ ১৪৩১

ধর্মপাশায় ১৮ কিলোমিটার রাস্তার পাকাকরন কাজের উদ্বোধন 

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৭ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার | আপডেট: ০৯:১০ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী হতে মধ্যনগর থানার রামদিঘা পর্যন্ত ১৮ কিলোমিটার সাব মার্জিবুল পাকাকরন রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায়  হাওরাঞ্চলের বণ্যা ব্যবস্থাপনা ও জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় (এইচএফএমএলআইপি) ও স্থানীয় সরকার প্রকৌশল (অধিদপ্তর) এলজিইডি ধর্মপাশা উপজেলা শাখার অর্থায়নে ২০ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
 
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের এডিজি মোঃ আতিকুর রহমান, বি ডাব্লিউ ডি বি’র নির্বাহী প্রকৌশলী মোঃ সাইদুর রহমান, ডেপুডি প্রজেক্ট ডিরেক্টর(এইচএফএমএলআইপি) এর ইঞ্জিনিয়ার মোঃ আসাদুজ্জামান,র্ধমপাশা উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুর রহমান, বি ডাব্লিউ ডিবির  ইঞ্জিনিয়ার খুশীমোহন সরকার,ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমদ বিলকিস, ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না,ধর্মপাশা উপজেলা কৃষকলীগের সহ সভাপতি মোঃ নুরুজ্জামান প্রমুখ। পরে তিনি রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করে ফসলরক্ষা বাধের কাজগুলো দেখে স্থানীয় বড়ই গ্রামের মাঠে এক কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সঞ্জয় রায় চৌধুরীর সভাপতিত্বে এ সময় কৃষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুর রহমানসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, হাওরের জনপদ হিসেবে আমার নির্বাচনী এলাকার প্রতিটি গ্রামের সাথে গ্রামের সংযোগ সড়ক পর্যায়ক্রমে নির্মাণ করা,রামসাইড হিসেবে খ্যাত টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র সংরক্ষন করা এবং মৎস্য আহরণ নিশ্চিত করা গেলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। তিনি নিজেকে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনের একজন কর্মী হিসেবে তার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের  প্রতি আনুগত্য থেকে তার স্বপ্নঁ গ্রামকে শহরে পরিণত করতে অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

আরকে//