কবি আহসান হাবীবের জন্মদিন আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০৯ এএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২২ এএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
আধুনিক কাব্যসাহিত্যের অন্যতম পথিকৃৎ আহসান হাবীবের ১০৪তম জন্মদিন আজ। ১৯১৭ সালের আজকের এই দিনে তৎকালীন বাকেরগঞ্জ, বর্তমানে পিরোজপুরের শঙ্করপাশা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। দেশভাগের অন্তত এক যুগ আগেই কলকাতায় তার সাহিত্যচর্চা শুরু। তিনি চল্লিশের দশকে পূর্ব বাংলায় আধুনিক বাংলা কবিতার অন্যতম পথিকৃৎ ও কিংবদন্তিতুল্য সাহিত্য সম্পাদক।
কলেজের প্রথম বর্ষে অধ্যয়নকালেই কলকাতার বিখ্যাত সাহিত্য পত্রিকায় তার কবিতা স্থান পায়। এই কবি সাহিত্য চর্চার স্বপ্নে ত্রিশের দশকেই কলকাতায় চলে যান।
সেখানে দৈনিক তকবীর, মাসিক বুলবুল ও সওগাত পত্রিকায় কাজ করেন। কলকাতার বিভিন্ন সাময়িকীতে নিয়মিত লিখতেন আহসান হাবীব। দেশভাগের পরও তিনি সাংবাদিকতায় রত ছিলেন।
আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্টাফ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আহসান হাবীব। ১৯৪৭ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘রাত্রিশেষ’।
১৯৫০ সালে স্থায়ীভাবে ঢাকায় বসবাস শুরু করেন। দৈনিক আজাদ, মাসিক মোহাম্মদী, দৈনিক কৃষক, দৈনিক ইত্তেহাদ ও সাপ্তাহিক প্রবাহ পত্রিকায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
আহসান হাবীব ইউনেস্কো সাহিত্য পুরস্কার ও একাডেমি পুরস্কার, আদমজী পুরস্কার, নাসির উদ্দিন স্বর্ণপদক, একুশে পদক এবং আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কার অর্জন করেন।
১৯৮৫ সালের ১০ জুলাই ৬৮ বছর বয়সে মারা যান তিনি।
এসএ/