ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

বরিশালে জাতীয় সমাজসেবা দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

‘সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে’এই স্লোগানকে সামনে রেখে র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বরিশালে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউস চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর আমতলা মোড়স্থ সরকারি শিশু পরিবার বালিকায় এসে শেষ হয়। 
 
পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্। এছাড়া, সমাজ সেবা অধিদপ্তরের বরিশালের পরিচালক শাহ পারভীনসহ অনেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এআই/এসি