যতই মতপার্থক্য হোক এস্তেমা বাংলাদেশে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৬:২৮ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এস্তেমা নিয়ে আমাদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে। যতই মতপার্থক্য হোক এস্তেমা বাংলাদেশে অনুষ্ঠিত হতে হবে। এই এস্তেমায় আগত মুসল্লিদের যাতে কোন কষ্ট না হয় এর জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে ৫৫ তম বিশ্ব ইজতেমার প্রস্তুতি পর্যালোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, বিদেশি মেহমানদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলে যাচাই-বাছাই করে সকল বিদেশী মেহমানদেরকে ভিসা প্রদান করা হবে।
সভায় গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল, পুলিশের আইজি জাবেদ পাটোয়ারী, র্যাবের ডিজি বেনজীর আহমেদ, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন।
এ ছাড়াও সভায় দুই পক্ষের পাচ জন করে দশজন শীর্ষ মুরুব্বি অংশ গ্রহন করেন। তাদের মধ্যে দুইজন বক্তব্য রাখেন।
আরকে//