‘ফ্ল্যাশ অন রহিঙ্গা জেনোসাইট’ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩৭ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
‘ফ্ল্যাশ অন রহিঙ্গা জেনোসাইট’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ২ জানুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অয়োজনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, মায়ানমার আমাদের শত্রু নয়। আমরা প্রতিবেশিদের মধ্যে সুসম্পর্ক রাখতে চাই। রহিঙ্গাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আন্তরিকতার সাথে চেষ্টা করছি। চীন আমাদের সাথে আছে। চীনসহ সমর্থনকারী অন্যান্য দেশগুলোকে নিয়ে আইনি প্রক্রিয়ায় মায়ানমার সরকারের প্রতি চাপ প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। প্রদর্শনীর প্রতিটি ছবির মধ্যে রয়েছে শত শত গল্প। আলোকচিত্রের পাশাপাশি আমাদের চলচ্চিত্র নির্মাতাদেরকে রহিঙ্গাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের অনুরোধ জানাই।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘রহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, এটা মানবতা, সভ্যতা ও সুন্দর পৃথিবী সকলের সমস্যা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি রহিঙ্গা ক্যাম্পে ড্রামা থেরাপি আয়োজন করেছে যেখানে ট্রমাটাইজ শিশুদের সুস্থ করে তোলার চেষ্টা করা হয়েছে। শুধু বানিজ্য সম্পর্ক থাকবে।
আলোকচিত্রী কেএম আসাদ, মোহাম্মদ হোসেইন অপু, সুমন পাল ও সালাউদ্দিন আহমেদের ২০১২ সাল থেকে তোলা ৫৭ টি এবং বিভিন্ন সময়ে রহিঙ্গা বিষয়ক মোট ১২০টি ছবি নিয়ে প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে।
২ থেকে ৮ জানুয়ারি ২০২০ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ১নং গ্যালারিতে ভোরের কাগজ, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৭ দিনব্যাপী ‘ফ্ল্যাশ অন রহিঙ্গ জেনোসাইট’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আরকে//