১১৮ জন পুলিশ সদস্যের পদক প্রাপ্তি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৬ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
বাংলাদেশ পুলিশের ১১৮ জন সদস্য ২০১৯ সালে অসীম সহসিকতা, বীরত্বপূর্ণ কাজ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি পাচ্ছেন। স্বীকৃতি হিসেবে তাদেরকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রাদান করা হবে।
পদক পাওয়াদের মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানও রয়েছেন। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে।
১৪ জন পুলিশ সদস্যকে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি সরূপ বিপিএম ও ২০ জনকে পিপিএম পদকের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া ২৮ জন সদস্যকে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য বিপিএম-সেবা এবং ৫৬ জনকে পিপিএম-সেবা দেয়া হবে।
আগামী ৫ জানুয়ারি পুলিশ সপ্তাহে কনস্টেবল থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্ক (এআইজিপি) পদমর্যাদার ১১৮ সদস্যকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক প্রদান করবেন।
এমএস/এনএস