মোংলার ফেয়ারওয়েতে জাহাজ ডুবি, ১৪ নাবিক উদ্ধার
মোংলা প্রতিনিধি
প্রকাশিত : ০৩:০০ পিএম, ৩ জানুয়ারি ২০২০ শুক্রবার | আপডেট: ০৪:৪০ পিএম, ৩ জানুয়ারি ২০২০ শুক্রবার
মোংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকায় ‘নিউ পারভিন-২’ নামে সারবোঝাই একটি কার্গো (লাইটারেজ) জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনায় জাহাজের ১৪ নাবিককে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদেরকে সুন্দরবনের কোস্টগার্ডের দুবলা ক্যাম্পে রাখা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) অপারেশন কর্মকর্তা লে. ইমতিয়াজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি তাদের দুবলা ক্যাম্পের বরাত দিয়ে বলেন, আজ ভোরে বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন মেহের আলী এলাকায় ‘নিউ পারভিন-২’ নামে একটি কার্গো জাহাজ ডুবতে দেখে তাদের টহলরত কোস্টগার্ড সদস্যরা সেখানে ছুটে যান। পরে ওই জাহাজের ১৪ জন নাবিককে নিরাপদে সরিয়ে নিয়ে আসেন তারা।
উদ্ধারকৃত নাবিকরা হলেন-জামাল হোসেন, উজ্জল হোসেন, আরাফাত হোসেন, সালমান মোল্লা, শাহাদাৎ হোসেন, হারুন মোল্লা, জাহাঙ্গীর আলম, রবিন শেখ, মাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, আরিফ হোসেন, হাসান শেখ, মানিক শেখ ও ইমাম হোসেন। এদের প্রত্যেকের বাড়ি নড়াইল, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, চট্রগ্রাম ও খুলনা জেলায় বলে কোস্টগার্ড কর্মকর্তা ইমতিয়াজ জানান।
এদিকে মোংলা বন্দর কর্র্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন জানান, গত ১ জানুয়ারি রাতে বন্দরের ফেয়ারওয়েতে অবস্থানরত লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি এন্টি গোনি’ থেকে সার নিয়ে ‘নিউ পারভিন-২’ নামে একটি কার্গো জাহাজ মোংলা বন্দরের দিকে আসছিল। পথিমধ্যে ঘনকয়াশায় দিক হারিয়ে বন্দর চ্যানেল ফেয়ারওয়ের বাইরে দূর্ঘটনার কবলে পড়ে ‘নিউ পারভিন-২’। তবে বন্দর চ্যানেল নিরাপদ আছে বলেও জানান হারবার মাস্টার।