কক্সবাজারে জন আকাঙ্খার বাংলাদেশ’র দুইদিন ব্যাপী কর্মশালা
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৫২ পিএম, ৩ জানুয়ারি ২০২০ শুক্রবার
কক্সবাজারে ‘জন আকাঙ্খার বাংলাদেশ’র দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পর্যটন শহর কক্সবাজারে হোটেল কোস্টাল পিস-এ শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা ও বিভাগীয় পর্যায়ের সংগঠকদের নিয়ে এ কর্মশালা শুরু হয়।
দেশের বিভিন্ন জেলা ও বিভাগের দুই শতাধিক প্রতিনিধি ও সংগঠক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় নতুন দলের নাম, নেতৃত্ব, কর্মসূচি, গঠনতন্ত্র ও ইশতেহারের খসড়া নিয়ে আলোচনা ও প্রতিনিধিদের মতামত নেওয়া হয়।
কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. দিলারা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান এ এফ এম সোলায়মান চৌধুরী।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আবুল আলার সভাপতিত্বে প্রথম অধিবেশনে সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক মজিবুর রহমান মঞ্জুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এআই/এসি