ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

যখনই দেশের মানুষ একটু ভাল থাকে তখনই ষড়যন্ত্র হয়: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০:২৯ এএম, ২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৯:১০ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

যখনই দেশের মানুষ একটু ভাল থাকে তখনই ষড়যন্ত্র হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সপ্তাহ উপলক্ষে বাহিনীটির উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, যেসব জেলায় বেশি তান্ডব হয়েছে, সেখানে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন যাতে সন্ত্রাস-জঙ্গিবাদ মাথাচারা দিতে না পারে। পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীল কার্যালয়ে এই অনুষ্ঠানে বাহিনীটির উর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অর্জন তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী তার দেয়া ভাষণে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে সব রকম সহায়তার আশ্বাস দেন। যারা বাংলাদেশকে ভিক্ষুকর দেশ দেখিয়ে বাইরে থেকে টাকা এনে নিজেরা অর্থ বিত্তের মালিক হয়েছে, বাংলাদেশ ভালো থাকলে তাদের ষড়যন্ত্র বেড়ে যায় বলেও হুশিয়ার করেন প্রধানমন্ত্রী। যেসব জেলায় পুলিশ হত্যাসহ সরকারকে অস্থিতিশীল করার ঘৃন্য তান্ডব চালানো হয়েছে সেখানে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সরকারের শেষ সময়ে মানুষকে শান্তিতে রাখতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।