গাজীপুরে আরিফ হত্যাকাণ্ড
প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৫:২৭ পিএম, ৪ জানুয়ারি ২০২০ শনিবার
গাজীপুরের ভোগড়া ও রাজধানীর উত্তরা থেকে আরিফ হত্যাকাণ্ডের মুলহোতা হারুনসহ ৪ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১। মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরিফ ইসলামকে হত্যার ১৩ দিন পর এই আসামীরা ধরা পড়লো।
গত রাতে অভিযান চালিয়ে গাজীপুর ভোগড়া এলাকা থেকে বুলেট ইমনকে গ্রেফতার করা হয়। এর আগে উত্তরায় পৃথকস্থান থেকে আরিফ হত্যাকাণ্ডের প্রধান আসামি হারুন, শামীম ও আল আমিনকে গ্রেফতর করা হয়েছে বলে আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে গাজীপুর র্যাব-১ ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান।
গত ২২ ডিসেম্বর গাজীপুর মহানগরের চান্দনা পূর্বপাড়া বাগানবাড়িতে মাদক আধিপত্য ও পাওনা টাকার জেরে ছুরিকাঘাতে আরিফকে হত্যার ঘটনায় এই গ্রেফতারকৃতরা জড়িত বলে জানায় র্যাব।
নিহতের স্ত্রী সাবিনা আক্তার ৩৭ জনের নাম উল্লেখ করে বাসন থানায় মামলা দায়ের করেন।
এএইচ/