ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় আহত ১০

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৩ পিএম, ৪ জানুয়ারি ২০২০ শনিবার

প্রতিপক্ষের সশস্ত্র হামলায় চিকিৎসাধীন আহতরা

প্রতিপক্ষের সশস্ত্র হামলায় চিকিৎসাধীন আহতরা

ঠাকুরগাঁওয়ে ঝাঁড় থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতরা গুরুতর অবস্থায় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শনিবার (৪ জানুয়ারি) দুপুরে রশনি সরকার বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আসামিরা হলো- চন্দ্র মোহন, চৈতন্য, রাজকুমার, সুমন, প্রসান্ত সরকার, নারায়ন, ললিতা, কামনা, স্মৃতি, ধীরেন ও ছায়া রানী। 

জানা যায়, শনিবার সকালে সদর উপজেলার নারগুণ কহরপাড়া এলাকার রশনি সরকারের বাঁশ বাগানে বাঁশ কাটতে যায় চন্দ্র মোহন ও চৈতন্যের নেতৃত্বে একদল লোকজন। খরব পেয়ে রশনি সরকারের পরিবারের লোকজন বাধা দিতে গেলে মোহন, চৈতন্যসহ অন্যান্যরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়। এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বাদী রশনি সরকার জানান, ওই বাঁশ বাগান দীর্ঘদিন যাবত আমার ভোগদখলে রয়েছে। কিন্তু এলাকার সন্ত্রাসী চন্দ্র মোহন, চৈতন্য ও রাজকুমার দখল করতে আসলে আমরা বাধা দিতে যাই। এসময় তারা আমাদের উপর হামলা চালিয়ে ১০ জনকে গুরুতর জখম করে পালিয়ে যায়। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএস/