ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে আবারও বেড়েছে শীতের তীব্রতা

ঠাকুরগাঁও প্রতিনিধি:

প্রকাশিত : ১০:০৬ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রবিবার

গত তিনদিন আবহাওয়া কিছুটা স্বস্থিদায়ক হলেও ঠাকুরগাঁওয়ে আবারও শীত ও ঠান্ডার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। রবিবার মধ্যরাত থেকে জেলায় হালকা কুয়াশা, শীতল বাতাস শুরু হওয়ায় এ অঞ্চলের মানুষজন কাবু হয়ে পড়েছে ।   

জেলায় আবহাওয়া অফিস না থাকায় কৃষি অফিস জানিয়েছে, সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রী সেলসিয়াস। 
এ শীতে সবচেয়ে কষ্টে রয়েছে নি¤œমধ্যবিত্ত, হতদরিদ্র ও ছিন্নমুল মানুষেরা। 

শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে নিম্নমধ্যবিত্ত পরিবারের লোকজন কমদামে শীতবস্ত্র ক্রয়ের জন্য স্থানীয় মৌসুমী হকার মার্কেটে ভিড় করলেও দাম বৃদ্ধির কারণে অধিকাংশ লোকজন খালি হাতে ফিরে যায়। তাদের অভিযোগ শীতের তীব্রতা বৃদ্ধি পেলে এ মার্কেটে শীতবস্ত্রের দাম বৃদ্ধি করে দেওয়া । এখানে কারো কোন নিয়ন্ত্রণ নেই। 

শীতের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন, স্থানীয় বিভিন্ন সংগঠন ও  ব্যক্তির সহায়তায় শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরন কার্যক্রম অব্যাহত রয়েছে। 

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৪০হাজার কম্বল ও নগদ টাকা, শুকনো খাবার ইতোমধ্যে  বিতরণ করা হয়েছে। 

আরকে//