ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

৬ জানুয়ারি: ইতিহাসে আজকের এই দিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২ এএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৬ জানুয়ারি ২০২০, সোমবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ঘটনাবলি:

১৯৫০ - ব্রিটেন কমিউনিস্ট চীনকে স্বীকৃতি দেয়।

১৯৭২ - মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাইরাস ভ্যান্স হাঙ্গেরীয় হাজার বছরের প্রতীক সেন্ট স্টিফেনের মুকুট হাঙ্গেরীকে ফিরিয়ে দেয়।

১৯৯৬ - যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিসহ পূর্ব উপকূলে মারাত্মক তুষার ঝড়ে ১৫৪ জন নিহত, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিনশ কোটি ডলার।

২০০১ - জর্জ ডব্লিউ বুশকে মার্কিন কংগ্রেস কর্তৃক নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা।

জন্ম:

১৩৬৭ - ইংল্যান্ডের রাজা রিচার্ড

১৪৪২ - জোয়ান অব আর্ক

১৯৩৬ - লেখক বশীর আল হেলাল ১৯৬৬ - ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রহমান

মৃত্যু:

১৯৮৪ - গায়িকা অভিনেত্রী আঙ্গুর বালা ২০০৪ - চলচ্চিত্র শিল্পী সুমিতা দেবী

এমএস/