ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

শীঘ্রই আসছে নিজস্ব স্পোর্টস চ্যানেল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০০ পিএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল

বাংলাদেশে ইতোমধ্যে অনেকগুলো টিভি চ্যানেল হলেও নেই কোনও স্পোর্টস চ্যানেল। অবশেষে বাংলাদেশে আসছে বেশ কয়েকটি স্পোর্টস চ্যানেল। এমনটাই জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। তবে ঠিক কোন প্রতিষ্ঠান দেশে প্রথমবারের মতো স্পোর্টস চ্যানেল আনছে, সে বিষয়ে বিস্তারিতও বলেননি তিনি।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর কুষ্টিয়া ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্পোর্টস কমেন্ট্রেটরস ফোরাম আয়োজিত নবীন ধারাভাষ্যকারদের নিয়ে রিফ্রেশারস কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।

ধীরে ধীরে বাংলাদেশের ক্রিকেট এগিয়েছে বেশ। তবে এখনও একটি আক্ষেপে পুড়ছে ক্রিকেট সমর্থকরা। সেটা হলো একটি নিজস্ব স্পোর্টস চ্যানেল। যেখানে প্রত্যেকটি দেশে নিজস্ব স্পোর্টস চ্যানেল রয়েছে, সেখানে ব্যতিক্রম ছিল কেবল বাংলাদেশ। এর আগে বেশ কয়েকবার আশা দিলেও হয়ে উঠেনি কোনও স্পোর্টস চ্যানেল। তবে পূরণ হতে চলেছে বাংলাদেশের কোটি কোটি ক্রীড়ামোদী মানুষের দীর্ঘদিনের সে আশা।

শীঘ্রই বাংলাদেশে চালু হবে দেশের প্রথম স্পোর্টস চ্যানেল। এমনটাই জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। ইতোমধ্যে বেশ কয়েকটি চ্যানেলকে অনুমোদনও দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বে যুগের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তিসহ সর্ব ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকার ইতিমধ্যে কয়েকটি স্পোর্টস চ্যানেলের অনুমোদন দিয়েছে। তাই স্পোর্টস ধারাভাষ্যকারদের গুরুত্বও বৃদ্ধি পাবে।”

মূলত, বাংলাদেশ স্পোর্টস কমেন্ট্রেটরস ফোরাম (এসসিএফবি) আয়োজিত অনুষ্ঠানে এসব বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সেইসঙ্গে এখন থেকে ধারাভাষ্যকারদের আরও মূল্যায়ন করার কথাও জানান তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরামের নিবন্ধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এছাড়া লিজেন্ড ধারাভাষ্যকারদের নামে কমেন্ট্রি বক্স নামকরণসহ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে ধারাভাষ্যকারদের পুরস্কৃত করার উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানান মন্ত্রী। ধারাভাষ্যে বাংলা ভাষা ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরামের সভাপতি আলফাজ উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শামিম আশরাফ চৌধুরী, সহ-সভাপতি ড. অনুপম হোসেন, সাধারণ সম্পাদক ড. সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

এনএস/