পাবনার কিশোরী আসমানীকে ভারতে পাচারের অভিযোগ
প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৯:৫৯ এএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার
পাবনার সাঁথিয়ার ছোট পাথাইলহাট গ্রামের কিশোরী আসমানীকে ভারতে পাচারের অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, পাচারকারী চক্র চাকরির প্রলোভন দেখিয়ে কৌশলে পাচারের পর মেয়েকে ফিরিয়ে দিতে তাদের কাছে মুক্তিপণ দাবি করছে। মান-সম্মানের ভয়ে এতদিন মামলা করেননি পরিবারের সদস্যরা।
মেয়েকে হারিয়ে দুশ্চিন্তায় মা ও পরিবারের সদস্যরা।
আসমানীর মা জোলেখা আশুলিয়ায় একটি গার্মেন্টসে কাজ করেন। তিনি জানান, চার মাস ধরে নিখোজ আসমানী। দু’মাস আগে তার মামার মোবাইলে ফোন করে আসমানী জানায়, চাকরির কথা বলে লিপি নামে এক নারী তাকে দুবাইয়ে পাঠিয়েছে। তবে স্বজনরা ফোনের সূত্র ধরে জানতে পারেন, এটি ভারতের নাম্বার।
মোবাইলে প্রায়ই পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। তবে মান-সম্মানের ভয়ে এতদিন থানায় অভিযোগ করেননি তারা।
এদিকে, মামলা হলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও সমাজসেবা অধিদপ্তর।