ডা. জাহেদ’স হেয়ার অ্যান্ড স্কিনিংয়ের প্রথম বর্ষে পদার্পণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথম বর্ষে পদার্পণ করলো ডা. জাহেদ’স হেয়ার অ্যান্ড স্কিনিং। সোমবার সন্ধ্যায় প্রথম বর্ষপূর্তির কেক কাটেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহেদ পারভেজ।
প্রতিষ্ঠানটির কর্ণধার ডা. জাহেদ পারভেজ বলেন, চুলের পিআরপি, হেয়ার ট্রান্সপ্লান্টসহ জটিল চর্ম রোগের হাজার হাজার মানুষকে চিকিৎসা দিয়ে আসছে এই প্রতিষ্ঠান। গণমানুষের আস্থা অর্জনের মধ্য দিয়ে আগামিতে আরো সফলতার জন্য সকলের দোয়া কামনা করছি।
মাত্র ১ বছরের ব্যবধানে প্রতাষ্ঠানটি চর্ম রোগের রোগীদের জন্য আস্থার ঠিকানায় পরিণত হয়েছে বলে জানান স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক ডা. সানজিদা হোসেন পাপিয়া।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান ডা. এম এ আজিজ।