দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২০ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৮:২৪ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। আমি আবারও সবাইকে সতর্ক করে দিতে চাই- দুর্নীতিবাজ যে-ই হোক, যত শক্তিশালীই হোক না কেন - তাদের ছাড় দেওয়া হবে না।’
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সরকার গঠনের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
শেখ হাসিনা বলেন, ‘গত বছর সরকার গঠনের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দুর্নীতির সঙ্গে জড়িতদের আমি শোধরানোর আহ্বান জানিয়েছিলাম। আমি সাধারণ মানুষের জন্য কাজ করি। মানুষের কল্যাণের জন্য আমি যে কোন পদক্ষেপ করতে দ্বিধা করবো না।’
তিনি বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান থাকবে, যে-ই অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে জড়িত থাকুক, তাকে আইনের আওতায় নিয়ে আসুন। সাধারণ মানুষের ‘হক’ যাতে কেউ কেড়ে নিতে না পারে তা নিশ্চিত করতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘বছরের শেষ দিকে আমদানিনির্ভর পেঁয়াজের মূল্যবৃদ্ধি ছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক ছিল। ছোটখাটো অভিঘাত এই অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। অর্থনৈতিক অগ্রগতির সূচকে বিশ্বের শীর্ষ ৫টি দেশের একটি এখন বাংলাদেশ।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করেছি। পাবনার রূপপুরে ২ হাজার ৪০০ মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। ভারতের সঙ্গে স্থল সীমানা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ছিটমহল সমস্যার সমাধান করা হয়েছে। মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমানার বিরোধ মীমাংসার ফলে বঙ্গোপসাগরের বিশাল জলরাশির ওপর আমাদের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। খুলে গেছে নীল-অর্থনীতির দ্বার।’
এসি