ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বিনা জবাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না: এরদোগান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার | আপডেট: ১০:৫২ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানির এমন হত্যাকাণ্ডকে বিনা জবাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি সিএনএন টার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ‘জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের বিষয়টিকে উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে তুরস্ক। তবে আমি মনে করি যেকোনো দেশের উচ্চ পর্যায়ের কমান্ডারকে হত্যার ঘটনাকে বিনা জবাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না।'

এরদোগান বলেন, সোলাইমানি হত্যার বিষয়টি তাদের পরিকল্পিত ছিল। আমরা খবরটি শুনে হতবাক হয়ে যাই। আমি ট্রাম্পকে ইরানের সাথে উত্তেজনা না বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছিলাম।

এর আগে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে ফোন করে কাসেম সোলাইমানি হত্যার ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি ওই হামলার নিন্দা জানান।

এসি