শীতে দিশেহারা লালমনিরহাটের কর্মজীবী মানুষ
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
কুয়াশা কম থাকলেও কনকনে ঠান্ডায় অস্থির হয়ে উঠেছে লালমনিরহাটের কর্মজীবী মানুষের দিনকাল। ঠান্ডার কারণে মাঠে যেতে পারছেন না কৃষক ও দিনমজুররা। ফলে, দিশেহারা হয়ে পড়েছেন এখানকার কর্মজীবীরা।
খেটে খাওয়া দিনমজুর শ্রমিকরা কাজের সন্ধানে বাইরে গেলেও ঠান্ডার কারণে তেমন কাজ পাচ্ছেন না। ঠান্ডা উপেক্ষা করে রিকশা নিয়ে বের হলেও মিলছে না আশানুরুপ যাত্রী।
নদী তীরবর্তী এলাকাগুলোতে ঠান্ডার সাথে হিমেল বাতাস যুক্ত হওয়ায় চরম বিপাকে নদী তীরবর্তী ও চরাঞ্চলের মানুষ। সাধারণ কাপড়ে শরীর মুড়ি দিয়ে জড়সড় হয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন তারা। তবে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন ঠান্ডাজনিত নানা রোগে।
সরকারিভাবে জেলার পাঁচটি উপজেলায় চল্লিশ হাজার কম্বল বিতরণ করেছে প্রশাসন। এছাড়া বেসরকারিভাবে বিভিন্ন সংস্থা ও ব্যক্তির উদ্যোগে কম্বল বিতরণ করছেন শীতার্ত দুস্থদের মাঝে। তবে প্রয়োজনের তুলনায় কম বলে জানিয়েছেন শীতার্তরা ।
এদিকে তিস্তা ও ধরলা নদীর দুর্গম চরাঞ্চলগুলোতে পৌঁছায়নি সরকারি অথবা বেসরকারি ত্রাণ সহযোগিতা। ঠান্ডা থেকে বাঁচতে খড়কুঠোর আগুনে নির্ভরশীল হয়ে পড়ছেন তারা।
এআই/