করদাতাবান্ধব প্রতিষ্ঠান হওয়ার প্রত্যয়ে বিশ্ব শুল্ক দিবস পালন করছে এনবিআর
প্রকাশিত : ১০:৩০ এএম, ২৬ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩০ এএম, ২৬ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
করদাতাবান্ধব প্রতিষ্ঠান হওয়ার প্রত্যয়ে বিশ্ব শুল্ক দিবস পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। শহর কেন্দ্রিক কার্যক্রম থেকে বেরিয়ে উপজেলা, ইউনিয়ন ও সীমান্তবর্তী এলাকাতেও বিস্তার ঘটেছে এনবিআরের কার্যক্রম। প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলছেন, লক্ষ্য অর্জনে সর্বোচ্চ চেষ্টা তাদের।
২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন-ডব্লিউসিও ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে পালন করে আসছে।
বাংলাদেশও সংস্থাটির সদস্য হিসেবে কর ব্যবস্থাকে আধুনিক করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আমদানি রপ্তানি বাণিজ্যের সংশ্লিষ্ট বিধি বিধান ও আনুষ্ঠনিকতা সহজ করতে নিরলস কাজ করছে শুল্ক বিভাগ।
কাস্টমস দিবস ঘোষনার পর থেকে সদস্যভুক্ত ১৭৯টি দেশের মত দিবসটি পালন করে বাংলাদেশ। লক্ষ্য অর্জনে অক্লান্ত পরিশ্রম জাতীয় রাজস্ববোর্ডের।
তবে রাজস্ব আদায়ের পাশাপাশি দেশীয় শিল্পের সুরক্ষা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অংশগ্রহণকেও অগ্রাধিকার দিতে হবে। তবেই নির্দিষ্ট লক্ষ্যে পৌছাবে দেশ, এমনটাই বলছেন সংশ্লিস্টরা।