কুমিল্লা সিটি কর্পোরেশনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন
কুমিল্লা প্রতিনিধি:
প্রকাশিত : ০৯:১১ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনে বঙ্গবন্ধু কর্নার ও কমিউনিটি ভ্যান সার্ভিস উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়ের মনিরুল হক সাক্কুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া, প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি ও কামরুন নাহার পুতুল।
এর আগে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি নগরীর সিটি উদ্যানস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন।
আরকে//