ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সিরিয়া-ইরাকে ইসরাইলের হামলা, নিহত ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইসরাইলের হামলায় ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির অন্তত আট যোদ্ধা নিহত হয়েছেন বলে জানা গেছে। ইরাক সীমান্তের কাছে সিরিয়ার পূর্বাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস এর বিরুদ্ধে যেসব সংগঠন সক্রিয়ভাবে লড়াই করেছে হাশদ আশ-শাবি হচ্ছে তার একটি।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘‌সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস‌’ জানিয়েছে, আজ (শুক্রবার) সকালের দিকে ইসরাইলি বিমান থেকে সিরিয়ার পূর্বাঞ্চলীয় এলাকায় বেশকিছু ট্রাক ও অস্ত্র গুদামে হামলা চালানো হয়। সিরিয়ান 

অবজারভেটরি বলেছে, অজ্ঞাতপরিচয় বিমান ওই এলাকায় হামলা চালায় তবে লেবাননের গণমাধ্যম আল-মায়াদিন বলেছে, ইসরাইলি বিমান ওই হামলা চালিয়েছে।

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আব্দুর রহমান জানান, বিমান হামলায় হাশদ আশ-শাবির অন্তত আটজন নিহত হয়েছেন। সিরিয়া এবং ইরাকের সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীর পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন লড়াই করলেও ইসরাইল এবং মার্কিন সেনারা প্রায় সময়ই এসব সংগঠনের উপর বিমান হামলা চালায়।

এসি