মহারাষ্ট্রে রাসায়নিক কারখানায় আগুন, নিহত ৮
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:২৫ এএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার
ভারতের মহারাষ্ট্রের পালঘরে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর এনডিটি’র।
শনিবার সন্ধ্যায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। জেলা পুলিশ সূত্রে খবর দমকলের তৎপরতায় ওই বিস্ফোরণ থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ১৫ কিলোমিটার দূর পর্যন্ত শব্দ শোনা গেছে। কেঁপেছে আশপাশের কয়েকটি বাড়ির জানলা-দরজাও।
মুম্বাই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত পালঘর জেলা। সেই জেলার বইসারের কোলবাদে গ্রামের এক নির্মীয়মান কারখানায় হয় এই বিস্ফোরণ।
জানা গেছে, আংক ফার্মা এই কারখানা চালাত। এমআইডিসি (মহারাষ্ট্র শিল্প উন্নয়ন নিগম)-র আওয়াতভুক্ত এই কোলবাদে।
একে//