বিক্ষোভে উত্তাল ইরান, আন্দোলনকারীদের উদ্দেশে যা বললেন ট্রাম্প
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:১৫ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার
ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান সম্প্রতি তেহরানের ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয়। ওই ঘটনায় বিমানটির ১৭৬ আরোহীর সবাই প্রাণ হারান।
ভুলবশত বিমানটি ভূপাতিত করার দায় স্বীকার করেছে ইরান। এর পর থেকে ব্যাপক আন্দোলনে নামে দেশটির সরকার বিরোধীরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পদত্যাগের দাবিতে রাস্তায় অবস্থান করছেন হাজারো জনতা। খামেনিসহ বিমান ভূপাতিত করার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন আন্দোলনকারীরা।
এদিকে, আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটবার্তায় বিক্ষোভকারীদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘ইরানের বীর, ধৈর্যশীল জনগণের প্রতি: আমি প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তোমাদের পাশে দাঁড়িয়েছি এবং আমার প্রশাসন তোমাদের পাশেই থাকবে। আমরা তোমাদের প্রতিবাদ গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং তোমাদের সাহসীকতায় আমরা অনুপ্রাণিত।’
আরেক টুইটবার্তায় ইরান সরকারের প্রতি ট্রাম্প বলেন, ‘মানবাধিকার সংগঠনগুলোকে সেখানে সরেজমিনে তথ্য সংগ্রহের জন্য অনুমতি দিতে হবে। তারা মাঠে থেকে চলমান আন্দোলনের নিয়ে প্রতিবেদন তুলে ধরবে।’
ট্রাম্প আরও বলেন, ‘শান্তিকামী আন্দোলনকারীদের ওপর আবারও যেন হত্যাযজ্ঞ চালানো না হয় এবং ইন্টারনেট সেবা যেন বন্ধ করা না হয়। কেননা, গোটা বিশ্ব দেখছে।’
একে//