কুমিল্লায় মৎসজীবীদের মাঝে রিকশা ভ্যান ও সেলাই মেশিন প্রদান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কুমিল্লা সদর উপজেলার ৫০ জন নিবন্ধনকৃত মৎসজীবীদের মাঝে রিকশা ভ্যান ও সেলাই মেশিন ও আয়রন মেশিন প্রদান করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে মুন্সেফবাড়ি কার্যালয়ে মৎসজীবীদের হাতে এসব কিছু তুলে দেন কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।
এসময় তিনি বলেন, ‘সারা বছর জেলেদের কাজ থাকে না, তাই বিকল্প কর্মসংস্থানের জন্য কুমিল্লা সদর উপজেলার নিবন্ধনকৃত এসব মৎসজীবীদের হাতে রিকশা ভ্যান, সেলাই মেশিন ও আয়রন মেশিন প্রদান করা হয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল ও এ্যাভোকেট হোসনে আরা বকুল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা মনজুর আহমেদসহ আরও অনেকে।
এআই/এসি