কলকাতা বন্দর আজ থেকে শ্যামাপ্রসাদ বন্দর: মোদী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০৯ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার
নেতাজি ইনডোর স্টেডিয়ামে মোদী
পোর্ট ট্রাস্ট্রের ১৫০ বছর পূর্তিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে কলকাতা বন্দরের নাম করল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার (১২ জানুয়ারি) নেতাজি ইনডোর স্টেডিয়ামে বন্দর কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে এ কথা ঘোষণা করলেন তিনি।
এসময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ‘দেশে শিল্পায়নের প্রণেতা’ হিসেবে আখ্যা দিয়ে মোদী বলেছেন, তার পরামর্শকে উপযুক্ত গুরুত্ব দেয়া হয়নি।
পশ্চিমবঙ্গের উন্নয়নে কেন্দ্রীয় সরকার কী কী করছে এবং কী কী করতে চায়, এ দিনের অনুষ্ঠানে তা-ও বিশদভাবে তুলে ধরেন মোদী। এ রাজ্যের সরকারই রাজ্যের উন্নয়নে বাধা দিচ্ছে— বলে এদিন নিজের ভাষণে খুব স্পষ্টভাবে ইঙ্গিত দেন তিনি।
মোদী বলেন, দেশে শিল্পায়ণের প্রণেতা, বাংলার উন্নয়নের স্বপ্ন দেখা এবং গোটা দেশে অভিন্ন বিধানের প্রবক্তা শ্যামাপ্রসাদ মুখেপাধ্যায়ের নামে আমি এই বন্দরের নামকরণ করছি। কলকাতা বন্দরের নামকরণ করা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। এই বন্দর শুধু মালবাহকদের জায়গা নয়, জ্ঞানবাহকদের পা-ও এই বন্দরে পড়েছে। এই বন্দর দেশকে বিদেশি শাসন থেকে স্বাধীনতা পেতে দেখেছে।
তিনি বলেন, কলকাতা বন্দর শুধু জাহাজের যাতায়াতের জায়গা নয়। পুরো ইতিহাস এই বন্দরের মধ্যে সমাহিত।
এনএস/